NID থাকলেই কর দিতে হবে ২০০০ টাকা - এটি একটি গুজব ‼️
গুজব নয়, সত্য জানুন ‼️
যাদের TIN নাম্বার নেওয়া আছে, এবং বিভিন্ন সেবা খাতে সেই TIN নাম্বারের অনুকূলে বিভিন্ন সরকারী ও ব্যাংকিং এর ক্ষেত্রে সুবিধাদি গ্রহন করেন তাদের ক্ষেত্রে ২০০০ টাকা ন্যূনতম কর প্রযোজ্য। NID এবং TIN নম্বর - একই বিষয় নয়।
১৭ কোটি মানুষের দেশে -
👉 করদাতা শনাক্তকরণ নাম্বার (TIN) আছে প্রায় ৮৫ লক্ষের মতো।
👉 আয়কর রিটার্ন জমা দেয় ২৫ লাখের একটু বেশি।
অতিরিক্ত e-TIN নম্বরধারী ব্যক্তি কোনো ইনকাম না দেখালেও ২০০০ টাকা মিনিমাম কর দিতে হবে এক বছরে। অথচ গুজব ছড়ানো হচ্ছে এমনভাবে যে ১৭ কোটি মানুষকেই কর দিতে হবে বা যাদের NID আছে তাদের কর দিতে হবে।
এই ঘোষণাটা শুধুই e-TIN নম্বর ধারীদের জন্য। যাদের e-TIN(টিন) নাম্বার নাই তাদের কোনো কর দিতে হবে না।
আর যারা e-TIN নিয়েছেন অনলাইনে কিন্তু কোন কাজে ব্যবহার করেন না, তারা অনলাইনেই এপ্লাই করে সেটি ক্যান্সেল করতে পারবেন।
#eTIN #NID #ই_টিন #বাজেট #কর #ট্যাক্স #জাতীয়_পরিচয়_পত্র #বাংলাদেশ #ফেসবুক #গুজব #Rumour #গুজবকে_না_বলুন #TIN