Ronaldo is from Portugal Argentinian Messi

 পর্তুগালের সঙ্গে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ শুরু হওয়ার আগে রোনাল্ডো সহ বাকি ফুটবলাররা হাত মেলাচ্ছিলেন বাচ্চাকাচ্চাদের সঙ্গে। হঠাৎই দেখলাম, হাতে সবুজ ব্যান্ড পরিহিত এই ছেলেটার সঙ্গে রোনাল্ডো হাত মেলানোর পর সে উত্তেজনায় একদম পাগল হয়ে গেছে! নিজের অপর হাত দিয়ে সেই হাতটা ধরে বিস্ময়ের সঙ্গে তাকিয়ে আছে! পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখাচ্ছে সেই হাত! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্পর্শ পেয়েছে আজ সে! ❤️


ক'দিন আগেই আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন একজন দর্শক মাঠে ঢুকে মেসিকে জড়িয়ে ধরেন। তারপর যখন তাকে সিকিউরিটি গার্ডরা বার করে নিয়ে যাচ্ছিলেন, তখন সেই ভক্তের চোখেমুখে এক স্বর্গীয় শান্তির ছাপ দেখা যায়! নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টা যেন একটু আগেই অতিবাহিত করে এসেছেন তিনি! 😌


এগুলোর মূল্য, এগুলোর মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা যায় না! এ এক আশ্চর্য সুন্দর মুহূর্ত ❤️

Ronaldo is from Portugal Argentinian Messi



Ronaldo

 is from

 Portugal 

Argentinian

 Messi


Post a Comment (0)
Previous Post Next Post