হ্যাকার_দ্যা_রকস্টার♨
লেখকঃAA_SABBIR
পার্টঃ৫
নিচে লেখা রকস্টার আমরা আপনাকে আমাদের লিডার হিসেবে গ্রহন করলাম.
যেকোন কাজ শুধু অর্ডার করবেন আপনার সেবায় হাজির হবো.....
জিসানঃকেন করছো তোমরা এসব?
>কারন আপনি আমাদের লিডার
>কিন্তু এতো তারাতারি কাউকে লিডার মেনে নেওয়া কি ঠিক?
>সেটা আমাদের বুঝতে দিন
>ওকে যা ভালো বুঝো তাই ভালো।
বলে জিসান ল্যাপটপটি নামিয়ে রাখে।
বিছানায় কিছুক্ষন শুয়ে থাকে এভাবে কিছুক্ষন শুয়ে থাকার পর মোবাইলে মেসেজ আসে কথা নামের মেয়েটি পাঠিয়েছে।
কথাঃকি লেখক মশাই কি করা হচ্ছে।
জিসানঃকি আর করবো লেখকরাতো আর সারাদিন লেখালেখি করেনা।এর বাইরেও কিছু কাজ থাকে সেগুলো করছি।
কথাঃআমার ব্যাপারে কিছু ভেবে দেখেছেন।
জিসানঃ কি ভাববো?
কথাঃআমার প্রোপোসাল এর ব্যাপারে ।
জিসানঃআপনি যাই বলুন না কেন একটা জুনিয়র ছেলের সাথে আপনি রিলেশনে যাবেন।
কথাঃঐ ছেলে সেটা আমার ব্যাপার তুমি কি চাও সেটা বলো।
জিসান ভেবে দেখলো যে মেয়েটালে ৬ মাস ধরে ঘুরাচ্ছি আর না ঘুরিয়ে একটা সু্যোগ দিয়ে দেখি।
জিসানঃআচ্ছা আমি রাজি।
কথাঃআর ইউ শিউর (উৎফুল ভাবে)
জিসানঃহুমম,বাট আমার সাথে দেখা করতে হবে।
কথাঃকখন?
জিসানঃকালকে............পার্কে দেখা করো অবশ্যই কালো শাড়ি পড়ে আসবা।
কথাঃওকে
জিসানের মা একটু পরে ডাকতে আসে খাবার খেতে জিসান খাবার খেতে চলে যায়।
খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে সাকিবদের সাথে বেড়িয়ে যায়।
জিসান ঘুমিয়ে ছিলো সাকিব জরুরী কিছু বলে ডেকে পাঠায়।
শহর থেকে অনেকটা দূরে গাড়ি এসে থামে জিসান বুঝতে চেষ্টা করে যে কোথায় এসেছে।
সাকিব গাড়ির লাইটগুলো অফ করে দেয়।হয়তো কোনকিছুর থেকে সাবধান হচ্ছে।
জিসানঃকিরে কোথায় নিয়ে এলি?
সাকিবঃচুপ....
জিসানঃকিরে এতো ফিসফিস করে কথা বলছিস কেন।
সাকিবঃদেখ.....
বলে জিসানের সামনে ল্যাপটপ খুলে দেয়...
একটা ভিডিও প্লে করলো,
ভিডিও দেখে জিসানের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে।
একটা মেয়ে বলছে যে এখানে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হয়।
এদের একটা ওয়েবসাইট আছে
এরা সেই ওয়েবসাইটের ব্যাবহার করে মানুষের তথ্য সংগ্রহ করে তাদের ব্ল্যাকমেল করে তাদের দিয়ে নিজেদের বিভিন্ন অনৈতিক কাজকর্ম করায়।
ভিডিও টি শেষ হওয়ার আগে মেয়েটা নিজের পেটে ক্যামেরা ধরে একটা চাকু তার পেটে ঢোকানো।
মেয়েটাঃআমি হয়তো আর বেশিক্ষন বাচবো না।
প্লিজ কেউ এদের হাত থেকে মানুষকে বাচান।
জিসানঃকখন ঘটলো এসব?
অর্কঃআজ সকালে আমি বিভিন্ন ডেটা ঘাটছিলাম তক্ষনি একটা কাছাকাছি স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি পাই।
আমি সাকিব কে দেখাই পরে সাকিব ভাবে বাংলাদেশে স্যাটেলাইটের ব্যাবহার সচোরাচর দেখা যায়না তাও আবার নিজের ব্যাক্তিগত ব্যাবহারের জন্য।
তাই ঘেটে দেখে তক্ষনি এই ভিডিওটা পায় ভিডিওটা ডাউনলোড করার সাথে সাথে কেউ একজন ভিডিওটা ডিলিট করে দেয়।
জিসানঃতাহলে আমাকে জানালি না কেন?
সাকিবঃআমি সিউর হতে চেয়েছিলাম তাই তোকে ইনফর্ম করিনি।
জিসানঃস্যাটেলাইট ফ্রিকোয়েন্সি কি এখান থেকেই রিসিভ হয়েছে?
সাকিবঃলোকেশন তো এই জায়গারই।
জিসানঃতাহলে খুজে দেখ কোন ট্রেস পাওয়া যায় কিনা......
জায়গাটা জংগল এলাকা তাই অনেক ঘন গাছপালায় ঘেরা।
তাই খুজতে বেগ পেতে হচ্ছে।
অনেকক্ষন খোজাখুজির পর একটা দুইতালা মতোন বাড়ি দেখতে পায়।
বাড়িটি দেখলে মনে হয়না যে এখানে কারো আসা যাওয়া হয়।
কিন্তু বাড়িটির ছাদে কিছু রাডার আর এন্টেনা লাগানো আছে।
জিসান সহ সাকিব আস্তে আস্তে ভেতরে ঢোকে।
দরজাটা তালা মারা সাকিব কোমরে গুজে রাখা পিস্তল দিয়ে গুলি করে তালাটা ভেংগে ফেলে।
আমাদের দুইজনের কাছে সব সময় পিস্তল থাকে ।
পুরো বাড়িটা খুজে কিছুই পেলো না শুধু এটুকু প্রমান পাওয়া গেছে যে এখানে মানুষের আনাগোনা হয়।
বেড়িয়ে আসার সময় জিসান কিছু একটার সাথে হোচট খেয়ে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নেয় নিজেকে।
কিসের সাথে হোচট খেলাম সেটা দেখার জন্য নিচে তাকাতে দেখতে পেলাম যে একটা ঢাকনার মতো কিছু ।
ঢাকনায় ফিংগার প্রিন্ট লক দেওয়া জিসান তারমিনি কম্পিউটার টি বের করে পুরো বাড়ির সার্ভার অফলাইন করে দেই এবং লকটি আনলক করে।
দৌড়াবে...........
দৌড়াবে..........😎😎
[https://www.facebook.com/rafsanahmed.sabbir.904]
অরিজিনাল লেখকের আইডি
লেখকের নাম ও আইডি লিংক ছাড়া কপি করলে কপি রাইট আইন লঙঘন করা হবে....
আপনাদের সব সময় পাশে পেয়েছি আপনারা লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে গেছেন....
আর আশা করি ভবিষ্যতেও এরকম ভালোবাসা পেয়ে যাবো
আপনারা আমার গল্পের পাঠক/পাঠিকা অর্থাৎ আমার কলিজারা যারা গল্পটি পড়ছেন....
ভালো লাগলে💖
অবশ্যই
লাইক 👍
কমেন্ট✏
ও
শেয়ার করবেন.....📲
আপনাদের প্রত্যেকের মতামতই আমার জন্য মুল্যবান...💖
